শেয়ার করুন বন্ধুর সাথে

কিডনি ক্যান্সারের প্রকোপ খুব বেশি হবার কারনে এর সঠিক কারণ নির্দেশ করা কঠিন। এর ফলে অনেক ঝুঁকির সম্ভাবনা থাকে। ১। ধূম্পায়ীঃ যেসকল মানুষ অতিরিক্ত ধুমপান করেন বা ফিল্টার ছাড়া বিড়ি সেবন করেন তাদের এ রোগ হবার অনেক বেশি সম্ভাবনা থাকে। ২। উচ্চ রক্তচাপের কারনেও এ রোগ হতে পারে। ৩। যেসকল মানুষ প্রিন্টিং, ড্রাই ক্লিনিং বা পেট্রো কেমিক্যাল প্রসেসিং কাজের সাথে জড়িত তাদের এ রোগ হবার সম্ভাবনা থাকে। ৪। রেডিয়েশনঃ যেসকল মানুষেরা মাত্রাতিরিক্ত রেডিয়েশনে দুর্বল হয়ে পড়ে তাদের এ ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকি বেশি থাকে। ৫। পারিবারিক বা বংশগত কারনেও এটি হতে পারে। ৬। খাবার এবং ঔষধের ত্রুটিপূর্ন সেবনে এটি হতে পারে।