শেয়ার করুন বন্ধুর সাথে

এর নিদিষ্ট কোন কারন বলতে বিলিয়ারি ট্র্যাক্ট, পিত্তথলিতে পাথর, লিভার ফ্লুক, সিস্টিক ইনফ্ল্যামাশনই প্রধান কারণ।      ১। পৈত্তিক বিস্তার এর দীর্ঘস্থায়ী প্রদাহ: দীর্ঘমেয়াদী দীর্ঘস্থায়ী প্রদাহ উদ্দীপনা হল পিত্তনালী ক্যান্সার সংঘটন মূল ভিত্তি, পিত্তনালীর রোগ এবং এর দীর্ঘস্থায়ী প্রদাহ থেকেই পিত্তনালীর ক্যান্সার হয়।      ২। পিত্তনালী এবং পিত্তকোষ পাথর এর পাথুরি: পিত্তনালী ক্যান্সার রোগীদের ২০-৫৭ ভাগ রোগী পাথুরি – রোগে ভোগেন বা গলব্লাডারে পাথর থাকে। দীর্ঘস্থায়ী প্রদাহই এর অন্যতম কারণ।      ৩।পিত্ত এর সিস্টিক বিকলাঙ্গতাঃ জন্মগতভাবে পৈত্তিক নালীতে কোন পরিবর্তন থাকলে বা pancreaticocholang synoflowথাকলে অগ্ন্যাশয় থেকে তরল বের হয় এবং পিত্তনালীতে ধীরে ধীরে ক্যান্সারের উৎপত্তি ঘটে।      ৪। লিভার ফ্লুকঃ দক্ষিন পূর্ব এশিয়াতে তাজা মাছ খাওয়ার ফলে লিভার ফ্লুকে আক্রান্ত হয় অনেকে এবং এর ফলে পিত্তনালীও আক্রান্ত হয়ে এই ক্যান্সার বিস্তার লাভ করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ