শেয়ার করুন বন্ধুর সাথে

প্রতিবন্ধী শিশুর প্রতিবন্ধকতার কারণসমূহকে মোটামুটি ভাবে তিন ভাগে ভাগ করা যায়। প্রথমত, গর্ভাবস্থায় মা অসুস্থ হলে তা থেকে শিশু প্রতিবন্ধী হতে পারে। ওই জন্য গর্ভাবস্থায় প্রথম বারো সপ্তাহের মধ্যে মা-এর কঠিন অসুখ হলে (যেমন জার্মান হাম, জনডিস) শিশু প্রতিবন্ধী হয়ে জন্মাতে পারে। মায়ের রক্তাপ্লতা, অপুষ্টি অথবা কোনও কোনও ওষুধ খাওয়ার ফলে প্রতিবন্ধী শিশু জন্মাতে পারে। এ ছাড়াও জিনগত কারণে (chromosomal disorder) সহজাত ভাবে শিশু মানসিক প্রতিবন্ধী হতে পারে। দ্বিতীয়ত, প্রসবকালীন সময়ে আঘাত পেলে বা প্রসবে ঝুঁকি থাকলে অথবা কম ওজনের নবজাতক হলে মানসিক প্রতিবন্ধী হতে পারে। অনেক সময় অপরিণত ও অপুষ্ট শিশু প্রসব হলে বা প্রসবের সময় অক্সিজেনের অভাব হলে শিশুর প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা থাকে। তৃতীয়ত, নবজাত অবস্থায় বিপাকক্রিয়ার গোলমাল বা জনডিস হলে অথবা নাড়ির ঘা থেকে মেনিনজাইটিস হলে শিশু প্রতিবন্ধী হতে পারে। এছাড়াও আরো নানাবিধ কারণ থাকতে পারে