শেয়ার করুন বন্ধুর সাথে

এর স্থায়ী সমাধান নেই।তবে নিয়ম মেনে খাওয়া দাওয়া করলে অনেকটা নিয়ন্ত্রনে রাখা যায়।

ডাক্তারদের মতে গাস্টিক সমস্যার কোন স্থায়ী সমাধান নাই। কিছু খাবার আছে যা খেলে তার গাস্টিকের প্রকপ বেড়ে যায়। যেমন: তেলে ভাজা কিছু, মসলা জাতীয় কিছু, অতিরিক্ত ঝাল এবং মিষ্টি এসব খাবার পরিমিত খাবেন। তবে,ওইসব পরিত্যাগ করাই ভাল। খুব বেশি সমস্যা হলে অমিপ্রাজল গ্রুপের ওষুধ খাতে পারেন।