শেয়ার করুন বন্ধুর সাথে

কাছ কাটার জন্য সাধারণত হিরার পেনসিল ব্যবহার করা হয়। এই পেনসিলকে বলা হয় গ্লাস  কাটার। এই পেনসিল দিয়ে কাচের গায়ে আঁচর কেটে তা চাপ দিয়ে ভেঙ্গে দু’ টুকরো করা হয়। কিন্তু বোতলের মত গোলাকার কাঁচের জিনিস কাটতে চাই দক্ষতা। হাতে শুধু গ্লাস কাটার থাকলেই হবে না। জানতে হবে কিছু কৌশলও। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ