শেয়ার করুন বন্ধুর সাথে

রের একটি দোকানে সাজিয়ে রাখা কাঁচজাত সামগ্রী। হেবরন কাচ (ইংরেজি: Hebron Glass; আরবি: زجاج الخليل, জাজাজ আল-খালিলি) বলতে বুঝানো হয় হেবরনে উত্পাদিত কাচ এবং কাঁচজাত সামগ্রীকে; যেটি রোমান শাসনামলে ফিলিস্তিন অঞ্চলে প্রতিষ্ঠিত এক প্রকার স্বচ্ছ শিল্পকলা মাধ্যম।[১][২] হেবরন শহরের পুরাতন অংশে এখনও গ্লাস-ব্লোয়ার কোয়ার্টার নামে একটি ভবন রয়েছে এবং শহরের একটি অন্যতম পর্যটন আকর্ষণ হিসেবে কাঁচজাত সামগ্রীর আবেদন বর্তমানেও অব্যাহত আছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ