আমার মনে হয়,লোকটির সকল স্ত্রীকে সমান চোখে দেখা উচিত।এই সমান চোখে না দেখাটা সত্যিই গুনাহ।এতে সকল স্ত্রীকে সমান মর্যাদা দেওয়া হচ্ছে না। ছোট স্ত্রীর উচিত নিজের স্বামীর মন বুঝে চলা। তাকে সবসময় আগলে রাখা। ভালভাবে যত্ন করা। নিজের ভালো গুণগুলো তাঁর সামনে তুলে ধরা। তার সুখে দুঃখে পাশে থাকা। তাহলে স্বামীর ,স্ত্রীর প্রতি মন গলবে।কিন্তু স্বামীকেও এই সমতার বিষয়টি বোঝানো উচিত।