আসসালামু আলাইকুম স্যার । আমার বয়স বিশ বছর । পর্নোগ্রাফি দেখা এবং হস্তমৈথুনের এর অভ্যাস রয়েছে । গত ১০-১৫ দিন যাবত  হস্তমৈথুন না করলেও আমার কোন উত্তেজনা ছাড়াই কাম রস বের হচ্ছে । যদিও তা পরিমাণে কম । মাঝে মাঝে তা ঘোলা হয় আর মাঝে মাঝে তা পানির বর্ণের এবং আঠালো। আমি এখন পর্নোগ্রাফি দেখা এবং হস্তমৈথুন করা বন্ধ করে দিয়েছে কিন্তু এই সমস্যা থেকে সমাধানের জন্য কি করব বুঝতে পারছি না । চিকিৎসকের শরণাপন্ন হওয়া ছাড়া কিভাবে সমস্যা থেকে পরিত্রাণ পাবো সেটা বলতেন তাহলে অনেক উপকৃত হব ।


শেয়ার করুন বন্ধুর সাথে
ওয়া'আলাইকুমুস সালাম। 
মাস্টারবেশন এর বদঅভ্যাস এর কারণে এমন সমস্যা অনেকেরই হয়। 
বদঅভ্যাস ছাড়লেও সহজে ভালো হতে চায়না।
বেশ ঝামেলার বিষয়।