শেয়ার করুন বন্ধুর সাথে

সাবেক মানে

[শাবেক্‌] (বিশেষণ) পূর্ববর্তী; আগেকার; পূর্বতন (সাবেক আমলের অনেকগুণ-মনোজ বসু)। সাবেককেলে (বিশেষণ) আদিকালের; পুরাতন (সাবেককেলে বড়মানুষি চাল-রবীন্দ্রনাথ ঠাকুর)। সাবেকি, সাবেকী (বিশেষণ) পূর্বকালীন; সেকেলে; সনাতন (শাশুড়ী ছিল সাবেকি, দিদির হাতটা মেঝের ওপর রেখে নোরা দিয়ে ছেঁচত-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(আরবি) সাবিক};