শেয়ার করুন বন্ধুর সাথে

ধুম্বলোচন, ধূম্রলোচন মানে

[ধুম্‌বোলোচোন্‌, ধুম্‌ম্রোলোচন্‌](বিশেষণ) কালো ও মোটা; কুৎসিত মোটা; গোদা (গোঁসাই বল্লেই একটা বিকটকার ধুম্বলোচন হবে, ছেলেবেলা অবধি সকলেরেই এই চির পরিচিতি সংস্কারকালীপ্রসন্ন সিংহ; আমার ভাগ্যে হব আমি দ্বিতীয় এক ধূম্রলোচন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ধূম্রলোচনা( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) ধূম্রলোচন>; হিন্দুপুরাণে অসুর শুম্ভ নিশুম্ভের সেনাপতি};