শেয়ার করুন বন্ধুর সাথে

নাপিত মানে

নাপিত [ nāpita ] বি. চুলদাড়ি কাটা বা ক্ষৌরকর্ম করা যার পেশা, ক্ষৌরকার; হিন্দুজাতিবিশেষ।;[অর্বাচীন সং. স্নাপয়িতৃ > প্রাকৃ. ণহাপিত]।;স্ত্রী. নাপিতানি, নাপতিনি।;[নাপিত্‌] (বিশেষ্য) ১ ক্ষৌরকার; চুল কাটা, দাড়ি চাঁছা প্রভৃতি যার পেশা (কনক দর্পণ নাপিত ধরিল সম্মুখে-বিজয় গুপ্ত)। ২ হিন্দু জাতিবিশেষ। ৩ নরসুন্দর। নাপিতানি, নাপিতিনি, নাপতিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) স্নাপয়িতৃ> (প্রাকৃত) সাণ্‌হাপিত>};