শেয়ার করুন বন্ধুর সাথে

কলঙ্ক মানে

কলঙ্ক [ kalaṅka ] বি. ১. তামা পিতল ইত্যাদি ধাতুপাত্রের দাগ বা মালিন্য; ২. মরচে; ৩. অখ্যাতি; ৪. কেলেঙ্কারি।;[সং. ক + √ লন্ক্ + অ]।;কলঙ্কিত–বিণ. কলঙ্কযুক্ত; কলঙ্কী; অপবাদগ্রস্ত।;বিণ. (স্ত্রী.) কলঙ্কিতা।;কলঙ্কী (-ঙ্কিন্)–বিণ. দুর্নামগ্রস্ত, কলঙ্কগ্রস্ত।;বিণ. (স্ত্রী.) কলঙ্কিনী।;[কলোঙ্‌কো] (বিশেষ্য) অপবাদ; দাগ; মরিচা; মালিন্য। করঙ্ক-কালিমা (বিশেষ্য) কলঙ্কজড়িত মালিন্য বা দাগ; বিরাট অখ্যাতি; নিন্দা বা অপযশ।কলঙ্কধরা, কলঙ্কপড়া (ক্রিয়া) দাগ পড়া; কলঙ্কিত হওয়া। কলঙ্কভঞ্জন (বিশেষ্য) কলঙ্ক বা অপযশ ক্ষালন; দোষ বা অপরাধ মোচন। কলঙ্কমোচন (বিশেষ্য) কলঙ্কভঞ্জন; অপযশ ক্ষালন। কলঙ্করটানো (ক্রিয়া) দুর্নাম বা নিন্দা ছড়ানো; (কারও) অসচ্চরিত্রতা সম্বন্ধে প্রচার করা। কলঙ্ক -লাঞ্ছিত (বিশেষণ) কলঙ্কের মসীতে লিপ্ত; অপযশের মসীতে চিহ্নিত; কৃত দুষ্কর্ম বা কলঙ্কের দ্বারা অপদস্থ; বিশেষভাবে অসম্মানিত বা দুর্নামগ্রস্ত; মসী-চিহ্নিত। কুলের কলঙ্ক (বিশেষ্য) কুলাঙ্গার; কুলের পক্ষে অযোগ্য বা অসম্মানাস্পদ (ব্যক্তি)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কলা+অঙ্ক, অথবা, ক+ √রঙ্কি+ অ(অন্‌)};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ