শেয়ার করুন বন্ধুর সাথে

ধুমসুনি, ধুমসুনী মানে

[ধুম্‌শুনি](বিশেষ্য) ১ মুষ্ট্যাঘাত; কিল (যেদিন সে রেগে থাকত বা মুখখানা হাঁড়িপানা করে বসে থাকত তখন জোর ধুমসুনী দিয়ে তাকে কাঁদিয়ে ছাড়তাম-কাজী নজরুল ইসলাম)। ২ বিলক্ষণ প্রহার (চাট আর হাতার বাড়ী, চেলাকাঠের ধুম্‌সুনী-কাজী নজরুল ইসলাম)। ধুমসানো (ক্রিয়া) ধুম করে বা খুব জোরে কিল মারা; প্রচণ্ড প্রহার করা। {ধন্যা. ধুম>};