শেয়ার করুন বন্ধুর সাথে

কলকে , কলকি , কলিকা মানে

[কোল্‌কে, কল্‌কি, কোলিকা] (বিশেষ্য) তামাকের ছিলিম; হুঁকার শীর্ষদেশে ন্যস্ত মৃন্ময় বা ধাতব তামাকাধার; যাতে অগ্নি সংযোগ করে ধূমপান করা হয় (বসে আছি নৈচে ধরে শূন্য কলকে শূন্যে তুলে-কাজী নজরুল ইসলাম)। কলকে পাওয়া (ক্রিয়া) ১ আসরে মর্যাদা পাওয়া; খতির-যত্ন পাওয়া; সম্মান পাওয়া (অবশিষ্ট প্রায় কেহই কলকে পান নাই-বঙ্গবাসী; স্বভাব কবি কল্কে পেলে না সে সভায়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ পাত্তা পাওয়া (আর তাহারা আমার কাছে কলিকা পাইবে না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কলিকা (কলি+ক(কন্‌)+আ অথবা কল+ইক(ঠন্‌)+আঁ};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ