শেয়ার করুন বন্ধুর সাথে

চারু ও কারু কলার প্রান্তিক যোগ্যতা    ১। ছবি আঁকার প্রাথমিক উপকরণের সাথে পরিচিতি হওয়া। ২। খেয়াল খুশি মত ছবি আঁকা। ৩। অভিজ্ঞতা ভিত্তিক ও পর্যবেক্ষণের মাধ্যমে ছবি আঁকা। ৪। বর্ণমালা লেখা/ সুন্দর হাতের লেখার অভ্যাস করা। ৫। রেখাচিত্র অঙ্কন। ৬। মৌলিক রঙের সাথে পরিচিত হওয়া এবং ছবি এঁকে রঙ করা। ৭। অন্যান্য উপকরণের সাথে পরিচিত হওয়া। ৮। কাদামাটি দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা। ৯। রঙিন ও সাদাকালো কাগজ ছিড়ে বা কেটে আঠা লাগিয়ে নানারকম শিল্পকর্ম তৈরি এবং রঙিন টুকরো কাপড় কেটে আঠা দিয়ে লাগিয়ে ছবি তৈরি করা। ১০। পাটখড়ি, খেজুর পাতা, নারিকেল পাতা, নূড়ি পাথর, ঝিনুক, ডিমের খোসা, ছোট বড় কাঠের টুকরো ইত্যাদি উপকরণ দিয়ে কিছু তৈরি করা। ১১। পাট দিয়ে রশি, বেনী ও অন্যান্য সহজ জিনিস তৈরি করতে শেখা ১২। বিভিন্ন জিনিস রঙ করতে পারা ১৩। আধুনিক প্রযুক্তির মাধ্যমে ছবি আঁকা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ