সংগীতের প্রান্তিক যোগ্যতা নিম্নরুপ- ১. ছড়া গান গাইতে পারা। ২. জাতীয় সংগীত গাইতে পারা এবং গাইবার সময় সম্মান প্রদর্শন করতে  পারা। ৩. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ শহীদ দিবসের গান গাইতে পারা। ৪. বিশ্বসংগীত গাইতে পারা। ৫. বাংলাদেশের লোক সংগীত গাইতে পারা। ৬. শ্রমের মর্যাদা সম্পর্কিত একটি গান গাইতে পারা। ৭. উদ্দীপনামূলক গান গাইতে পারা। ৮. হামদ/প্রার্থনা সংগীত গাইতে পারা ৯. মুক্তিযুদ্ধের গান গাইতে পারা। ১০. দেশাত্মবোধক গান গাইতে পারা।