শেয়ার করুন বন্ধুর সাথে

সাধারণত সহবাসের সময় যোনিপথে ব্যথা হলে তাকে ডিসপ্যারিউনিয়া বলে ৷ এটি বিভিন্ন কারনে হতে পারে ৷ বয়স বাড়লে ইস্ট্রোজেন হরমোন কমে আসে ৷ ফলে যোনিপথ ঠিকমত পিচ্ছিল হয় না ৷ এতে করে ব্যথা হতে পারে ৷ কারো কারো ক্ষেত্রে যোনি পথ চিকন থাকে বা বয়স বাড়ার সাথে সাথে চিকন হয়ে যায় ৷ এতে করে ব্যথা হয় ৷ আবার মানসিক কারনে ও সহবাসের সময় যথেষ্ট মাত্রায় উত্তেজনা আসে না ৷ ফলে যোনিরস ঠিকমতো ক্ষরন হয় না ৷ এতে করে ব্যথা হতে পারে ৷ আবার কিছু কিছু রোগের কারনেও ব্যথা হতে পারে ৷ যেমন জরায়ুতে টিউমার, সার্ভিক্সে ইনফেকশন, এন্ডমেট্রিওসিস, পলিসিসটিক ওভারিয়ান সিনড্রোম ইত্যাদি ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ