শেয়ার করুন বন্ধুর সাথে

রোজা ভঙ্গের কারণসমূহ মোট ১১টি।  যথা:- ১.  কুলি করার সময় হঠাৎ গলার ভেতর পানি প্রবেশ করলে।  ২.  কানে বা নাকে ঔষধ প্রবেশ করালে।  ৩.  ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে।  ৪.  রাত্রি আছে মনে করে সুবহে সাদিকের সময় সেহেরী খেলে।  ৫.  সূর্য না ডুবা অবস্থায় ডুবে গেছে মনে করে ইফতার করে ফেললে।  ৬.  রোজার কথা ভুলে গিয়ে পানাহার করার পর রোজা ভেঙ্গে গেছে মনে করে পুনরায় ইচ্ছাকৃতভাবে পানাহার করলে।  ৭.  ধূমপান করলে।  ৮.  ইচ্ছাকৃতভাবে কোন সুগন্ধি দ্রব্যের ধোঁয়া গলধ করণ করলে।  ৯.  মাটি, পাথর বা লাকড়ি জাতীয় কোন অখাদ্য বস্তু গিলে ফেললে।  ১০.  মহিলাদের হায়েয বা নেফাস দেখা দিলে। (এমতাবস্থায় শুধু কাযা আদায় করতে হবে। )    ১১.   রোজার নিয়ত করার পর ইচ্ছাকৃতভাবে পানাহার বা যৌনাচার করলে। (এমতাবস্থায় কাযা ও কাফফারা উভয়টা আদায় করতে হবে)।                   

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ