একজন ছাত্র হিসেবে আপনার গল্পের বই,কবিতা, শিক্ষণীয় গল্প পড়া উচিত।

আপনার যে বিষয়ে আগ্রহ বেশি, যে বিষয়টি আপনার খুব জানতে ইচ্ছা করে সেই বই গুলোই পড়বেন। তাই এটা আপনার আগ্রহের উপর নির্ভর করে। আবার আমার মতে, প্রথমত বিভিন্ন দৈনিক পত্রিকা, ম্যাগাজিন, কারেন্ট অ্যাফেয়ার্স, কিশোর কন্ঠ ইত্যাদি পড়া উচিত। কারণ এগুলো না পড়লে আপনি বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন না। এছাড়া বিভিন্ন মনীষীর জীবনীও পড়তে পারেন, আপনার খুব কাজে দিবে।

একজন শিক্ষার্থী হিসেবে গল্পের বই অবশ্যই পড়া উচিত।।