মেয়েঃ ছেলেদের সবসময় ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা,মেয়েদের বিরক্তি লাগে।বাংলায় মেয়েরা যাকে *ভ্যাবলামী* বলে।মেয়েরা আজকাল ছেলেদের অপৃতিকর  চুল কাটা নিয়ে বেশি বিরক্ত হয়,বেশি ভাব দেখা ছেলেদের প্রতি মেয়েরা বিরক্তি হয়।যেমনঃ ভাব নিয়ে জোরে বাইক চালানো। ছেলেঃ একটা সাধারন বিষয়কে অহেতুক বেশি ভেবে, ঘুরিয়ে পেচিয়ে জোর করে জটিল করা এবং সেই থেকে একটা অশান্তি পরিবেশ সৃষ্টি করা।মেয়েরা একটু বেশি সৌন্দর্যের অধিকারী হলে,তাদের ভাবে টিকা যায় না।মেয়েদের এই জিনিসটি খুবই বিরক্ত লাগে। ছেলে ও মেয়ে উভয়কে উদ্দেশ্য করেই বললাম।

আমি একজন ছেলে হিসেবে একটি মেয়ের যে আচরণটি আমার কাছে বিরক্তকর লাগে সেটি হলোঃ সবকিছু জেনে-বুঝেও কিছু না জানার ভান করা।

অনেক মেয়েই অলস প্রকৃতির হয়। সবসময় কাজে অনীহা, অন্যের ঘাড়ে কাজ চাপিয়ে দেওয়ার স্বভাবের মেয়েদের আমার একেবারেই পছন্দ নয়।