আপনি আগে তার কারণগুলো চিহ্নিত করুণ। এবং খাতায় তা লিখে নিন। এবার আপনি যে কয়টি সমস্যা খুজে পেয়েছেন তা নিয়ে কিছুক্ষন চিন্তা করুন। সমাধান খোজার চেষ্টা করুন। এবার প্রতিটি অপশানের সামনে সমাধানের উপায়টা লিখেনিন। তারপর শুরু করেন আপনার চেষ্টা। ইনশাআল্লাহ, আল্লাহ সহায় হবেন।