ইউটিউব কর্তৃপক্ষ তাদের সাইটের চ্যানেলগুলোকে উৎসাহিত করার জন্য বিশেষ কিছু প্লে বাটন ট্রফি দেয়। যেমন: ১.  ১ লাখ সাবস্ক্রাইবার সংখ্যা পেরোনোর পর সিলভার প্লে বাটন দেওয়া হয়। ২. ১০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক পেরোলে ইউটিউবের পক্ষ থেকে দেওয়া হয় গোল্ডেন প্লে বাটন। ৩. ১ কোটি সাবস্ক্রাইবার পেলে পাওয়া যায় ডায়মন্ড প্লে বাটন।  ক্রিয়েটর রিওয়ার্ডস সম্মান পেতে হলে: গুণগতমান সম্পন্ন ভিডিও কনটেন্ট দিয়ে ইউটিউভ চ্যানেলের ভিওয়ার বাড়াতে হবে। আর ভিওয়ার বাড়ার সাথে সাথে ভিওয়াররা নিশ্চয়ই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইবার করবে। আর প্রয়োজনীয় সংখ্যক সাবস্ক্রাইবার হলেই আপনার চ্যানেল ক্রিয়েটর রিওয়ার্ডস সম্মান পাবে।