পরিবারের জন্য কি ত্যাগ করেছি এটা এখনো বুঝে উঠতে পারি নি। তবে বাবা মারা যাওয়ার পর খুব অভাবের মধ্যে যখন পড়ে যাই তখন মা দুই ভাই বোনের লেখাপড়ার খরচ চালাতে খুব হিমশিম খাচ্ছিল।  আত্মীয় স্বজন থেকেও নেই।  একটা সময় এসে মা’য়ের এমন কষ্ট দেখে ছোটবোনের দিকে তাকিয়ে নিজের লেখাপড়াটা ছেড়ে দেই। হাল ধরি সংসারের। বেশি শিক্ষিত হতে পারি নি কিন্তু ছোটটাকে তার ইচ্ছা পূরণ করার জন্য সব রকমের সাহায্য্ করছি।

আমি পরিবারের ভালোর জন্য অনেক কিছু ত্যাগ করেছি। আমি সিগারেট, পান খাওয়া ত্যাগ করছি।

রাত জেগে বন্ধুদের সঙ্গে আড্ডা মারা।