বিষয়টি বুঝতে পেরেছি । তবে আমার মতে আপনার কাজটি দুদিকে অনুসরণ করছে । আপনি তাকে ভালোবাসেন আর সে গরিব ঘরের মেয়ে তবে গরিব ঘরের হলেও সে একজন মানুষ । তাকে বিয়ে করটা অপরাধ নয় । আপনি যেহেতু মা-বাবার সম্মতি ছাড়া বিয়ে করেছেন । সেখানে একটাই অপরাধ যে আপনার মা-বাবা সে বিয়েতে রাজি নয় । আপনার উচিত ছিল যেকোনো ভাবে আপনার মা-বাবাকে রাজি করানো । যেহেতু,আপনার পিতা-মাতা রাজি নয় । তবে আপনার মা-বাবা আপনাকে ত্যাগ করে দিয়েছে তার জন্য খুবই কষ্টকর মনে হচ্ছে । আপনি হাল ছাড়বেন না । পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করুন । আর মা-বাবার মনকে জয় করতে চেষ্টা করুন । আর আপনি একটি কাজ ভালো করেছেন । আরেকটি কাজ খারাপ করেছেন । পিতা-মাতার অবাধ্য হওয়া । বিঃদ্রঃআমি যদি কোনো ভূল বলে থাকি ক্ষমা করবেন ।