রোযা অবস্থায় প্রয়োজনবশত: ইনজেকশন বা স্যালাইন পুশ করা জায়িয আছে। এমনকি প্রয়োজনে গ্লুকোজ সাল্যাইনও পুশ করা যাবে। এর দ্বারা রোযার কোন ক্ষতি হবে না। কোন ঔষধ ব্যতীত যদি শুধু অক্সিজেন নেয়া হয় তাহলেও রোযা ভাঙ্গবে না। ( জাদীদ ফিকহী মাসাঈল:১ম খন্ড,১৮৮ পৃ:)

রোজা রাখা অবস্থায় শরীরের কোন স্থান থেকে রক্ত বের হলে তাতে রোজা হালকা হয়ে যায়