শেয়ার করুন বন্ধুর সাথে

সেহরি না খেতে পারলেও- অনেকেই মনে করেন, সাহরী না খেলে রোযা রাখা যাবেনা – একথা ঠিকনা। সাহরী খাওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ একটা সুন্নত। কিন্তু ঘুমের কারণে উঠতে না পারলে সে কারণে রোযা ভংগ করা যাবেনা। সাহরী না খেয়েই রোযা রাখতে হবে। তবে না খেয়ে রোযারাখতে গিয়ে কেউ যদি অসুস্থ হয়ে পড়েন বা এমনকষ্টের সম্মুখীন হন যে, রোযা রাখা সম্ভব হচ্ছেনা –তখন তিনি রোযা ভেঙ্গে খেতে পারবেন –এর জন্য পরে ঐ রোযার জন্য একটা কাজা রোযা রেখে নিতে হবে। কেননা মহান আল্লাহ কাউকে তার সাধ্যের বাহিরে অতিরিক্ত কিছুই চাপিয়ে দেননা। যেমন পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে- ﻟَﺎ ﻳُﻜَﻠِّﻒُ ﺍﻟﻠَّﻪُ ﻧَﻔْﺴًﺎ ﺇِﻟَّﺎ ﻭُﺳْﻌَﻬَﺎ অর্থাৎ-“আল্লাহ তাআলা সাধ্যের বাহিরে কোন দায়িত্বকারও উপর চাপিয়ে দেন না”। (সূরা বাকারা, আয়াত নং-২৮৬)। অন্যত্রে তিনি আরো ইরশাদ করেন- ﻳُﺮِﻳﺪُ ﺍﻟﻠَّﻪُ ﺑِﻜُﻢُ ﺍﻟْﻴُﺴْﺮَ ﻭَﻟَﺎ ﻳُﺮِﻳﺪُ ﺑِﻜُﻢُ ﺍﻟْﻌُﺴْﺮَঅর্থাৎ- “আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান,তোমাদের জন্য কঠিন করতে চান না”। (সূরা বাকারা,আয়াত নং-১৮৫)।আল্লাহ আমাদের সঠিকভাবে তার দ্বীন বুঝার তাওফিক দিন। আমীন!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ