শেয়ার করুন বন্ধুর সাথে

অসমদীর্ঘ চরণের ছন্দকে বলা হয় মুক্তক ছন্দ । এ ছন্দে রয়েছে প্রবহমানতা । এই ছন্দে প্রতি পঙক্তির অক্ষর সংখ্যা অসমান অর্থাৎ পয়ার এবং অমিত্রাক্ষর ছন্দের ন্যায় পঙক্তির মাত্রা সংখ্যা নির্দিষ্ট নয় । এ জন্যই এর নাম মুক্তক ছন্দ ।