শেয়ার করুন বন্ধুর সাথে

***বন্ধু তোমায় গোলাপ দিব, দিব ফুলের মালা তুমি শুধু মনে রেখ আমায় সারা বেলা । চোখের কান্না মুছে দিবো, মুখে দিব হাসি মনে রেখ আমি তোমায় অনেক ভালোবাসি । ***তোকে নিয়ে এক জীবনে অনেকটা পথ যাওয়া হল না, সময় গেলো কোন ফাঁকিতে, ভালোবা৯অ তাই বলা হলো না । ***মন যদি আকাশ হত তুমি হতে চাঁদ,, ভালবেসে যেতাম শুধু হাতে রেখে হাত. সুখ যদি হৃদয় হত তুমি হতে হাসি,, হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম তোমায় ভালোবাসি । ***তুম চাঁদ নেহি,চাঁদ কি রশ্নি হো. তুম ফুল নেহি, হার ফুলো কি খুশবু হো. তুম ইনসান নেহি, ইনসান কি রূপ মে বান্দর হো..... ***আমি মেঘের মতো চেয়ে থাকি, চাঁদের মতো হাঁসি. তারার মতো জলে থাকি, বৃষ্টির মতো কাঁদি. দূর থেকে বন্ধু তোমার কথা,ই শুধু ভাবি...... ***শুধু তুমি আছো তাই, আমি কথা খুঁজে পাই, দূর হতে আমি তাই, তোমায় দেখে যাই তুমি একটু হাসো তাই, আমি চাঁদের মিষ্টি আলো পাই.....।।।।।