না! এতে মা ও শিশুর জন্য ঝুঁকি।  তবে গর্ভবতী হওয়া অবস্থায় সহবাস করা যাবে কিনা তা নিচে লেখা হলো : * গর্ভাবস্থায় প্রথম তিন মাস সহবাস থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। দ্বিতীয় তিনমাস দম্পতির চাহিদার উপর, আর শেষ তিন মাস গর্ভবতীর শারীরিক ও মানসিক অবস্থার উপর নজর রেখে সহবাস করতে হবে। * সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, গর্ভকালীন সহবাসের জন্য চিকিৎসকের পরামর্শ নেয়া। * গর্ভকালীন অবস্থায় অন্য সময়ের মতো যেমন তেমন আসনে সহবাস করা যায়না। এটি মা ও গর্ভের সন্তান উভয়ের জন্য ক্ষতি। তাই এই সময় সহবাসের আসন নিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। * গর্ভাবস্থায় স্ত্রীর শরীরে কাম ভাব প্রবল হয়। তাই সাবধানে মিলনের প্রয়োজন হয়। * স্ত্রী যদি রাজি থাকে, তবে সে উপরে আর স্বামী নিচে থেকে সহবাস করা যেতে পারে। * শেষের ৪/৫ মাসের গর্ভবতী নারীর যোনিতে সম্পূর্ণ পেনিস ঢুকানো উচিত নয়। আবার জোড় জবরদস্তিও কাম্য নয়। তাই এসময় অত্যন্ত সতর্ক হতে হয়।

করা যাবে না এমন না তবে করলে সমস্যা হতে পারে তাই সম্ভব হলে বিরত থাকুন।