শেয়ার করুন বন্ধুর সাথে

আপনার ওয়াইফাই বেশি শেয়ার এর জন্য এমন হয়েছে। মনে হয় আপনি ভাড়া দিয়েছেন।আর আপনার ওয়াইফাই ঠিক রাখতে আপনার ক্লায়েন্ট ২-৩ এর বেশি রাখা উচিৎ না।কারণ এতে চাপ বেশি পরে যদিও দোকানিরা  বলে ১০-১২ টা ক্লায়েন্ট এর কথা।কারণ একটা ২.৫HZ রাউটার এর ল্যাপটপ বাদে প্রত্যেক ফোন ১Hz করে সিগন্যাল নেয়।মানে ২.৫ টা ক্লায়েন্ট!!  আর ল্যাপটপ হলে তো বুঝেন। তাই আমি আপনাকে সাজেসট করব মেক্সিমাম ৩ টা ক্লায়েন্ট রাখতে। তা না হলে ২-৩ মাসেই রাউটার শেষ। যদিও এর ওয়ারেন্টি / গ্যারান্টি আছে।পরে আর ততটা ভাল দেয় না।  যা হোক আপনার উচিৎ ক্লায়েন্ট কমিয়ে আনা।