মাসিক চক্র ২৮ দিনের হয়ে থাকে এবং এটা ৫-৭ দিন স্থায়ী হয়। যদি কারো ৩ দি স্থায়ী হয় এটা স্বাভাবিক ধরে নিতে হবে। কিন্ত যদি ১ দিনে ভালো হয়ে যায় তাহলে বুঝতে হবে কোন সমস্যা আছে। তখন দ্রুত এক জন মহিলা গাইনী ডাক্তারেরপরামর্শ নিতে হবে।