মোবাইলে চার্জ দেওয়ার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে ঃ ১. মোবাইল সেটের সঙ্গে যে চার্জার থাকে, চার্জ দেওয়ার জন্য সেটাই ব্যবহার করা উচিত। অন্য ফোনের চার্জার ব্যবহার না করা ভালো।  ২. তবে সেই সেটের চার্জার না থাকলে, অন্য যে চার্জার ব্যবহারের ক্ষেত্রে সাবধান হোন। সেই চার্জার যেন কমদামী না হয় এবং অবশ্যই ভালো কোনো কোম্পানির হয়।  ৩. ফোনে চার্জ দেওয়ার সময় মোবাইলের ঢাকনা খুলে রাখলে ভাল হয়। এতে করে রেডিয়েশন বা গরম ভাপ বেরিয়ে যায়।  ৪. ফোনে তাড়াতাড়ি চার্জ হওয়ার জন্য আমরা অনেকেই ফাস্ট চার্জার ব্যবহার করি। এটা মোটেই ঠিক নয়। কারণ এতে করে ফোনের অ্যাপ্লিকেশনগুলো ক্ষতি হয়, ফোনের যন্ত্রাংশও ক্ষতিগ্রস্ত হতে পারে।  ৫. মোবাইল সারারাতের জন্য চার্জে দিয়ে রাখা যাবেনা। এতে ফোনের বড় ক্ষতি হয়।  ৬. ফোনের ব্যাটারি সম্পর্কিত বেশকিছু অ্যাপ আছে, তা ব্যবহার না করাই ভালো।  ৭. স্মার্টফোনের ব্যাটারি সব সময়েই ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা উচিত, এর বেশি না।  ৮. একটু পরে পরেই মোবাইলে চার্জ না দেওয়াই ভালো। এতে ব্যাটারির ক্ষতি হয়। নিয়ম করে ফোনে নির্দিষ্ট সময় ধরে চার্জ দিন।  ৯. পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করলে, তা ভাল করে পরখ করে নিন। শর্ট সারকিট, ভোলটেজ কন্ট্রোল, ওভার চার্জিং থেকে মোবাইল সুরক্ষিত রাখবে কিনা সেগুলো আগে দেখে নিন।  ১০. পাওয়ার ব্যাঙ্কের সঙ্গে মোবাইল যুক্ত থাকা অবস্থায় মোবাইল ব্যবহার না করাই ভালো।