মোবাইল চার্জে দেবার সময় বা চার্জ দেবার পর যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরিঃ ১) ব্যাটারি ১০০% চার্জ হয়ে যাওয়ার পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিন। কারণ ১০০% চার্জ হয়ে যাওয়ার পরেও যদি ফোনটিকে চার্জে রেখে দেওয়া হয় তাহলে ব্যাটারির উপরে অতিরিক্ত চাপ পড়ে। কাজেই ফুল চার্জ হবার পরে ফোন আর চার্জে না রাখাই ভাল। ২)১০০% চার্জ না দেওয়ার চেষ্টা করুন। কারণ ১০০% চার্জ দেওয়ার জন্য যে হাই ভোল্টেজের প্রয়োজন হয়, তাতে ক্ষতি হয় ব্যাটারির। কাজেই ১০০% চার্জ হওয়ার একটু আগেই চার্জিং বন্ধ করে দেওয়া বুদ্ধিমানের কাজ। ৩) দিনে অনেকবার করে ফোন চার্জ দিন। ১০ শতাংশ করে চার্জ কমে যাওয়ার পরেই চার্জ দেওয়া ব্যাটারির পক্ষে সবচেয়ে ভাল। কিন্তু তেমনটা করা বাস্তবে সম্ভব নয়। কাজেই যখনই সুযোগ হবে, চার্জ দিন। এতে ব্যাটারির আয়ু বৃদ্ধি পায়, পাশাপাশি তার পারফর্ম্যান্সও ভাল হয়। ৪) চার্জিং-এর সময়ে ফোনকে ঠান্ডা রাখুন। কারন চার্জ হতে হতে আপনার মোবাইল খুব গরম হয়ে গেলে তা ব্যাটারির পক্ষে ক্ষতিকর। কাজেই চার্জ দেওয়ার সময়ে মোবাইলকে যতটা সম্ভব ঠান্ডা রাখার চেষ্টা করুন। মোবাইলের কভারটা খুলে নিন, রোদ থেকে দূরে রাখুন মোবাইলকে। মোবাইল যদি খুব গরম হয়ে যায়, তাহলে মাঝে মাঝে চার্জ বন্ধ রেখে ফোনটি ঠান্ডা হওয়ার পরে আবার চার্জে বসান। উপরোক্ত কাজগুলো করলে আশা করা যায় আপনার ফোনের ব্যাটারি শীঘ্রই নষ্ট হবেনা।