শেয়ার করুন বন্ধুর সাথে

কুরআন মাজিদ শেষনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর উপর অবতীর্ণ হয়। মানবজাতির হেদায়াতের জন্য আল্লাহ তায়ালা কুরআন মাজীদ অবতীর্ণ করেন। কুরআনের আলোকে জীবন চালাতে হলে আর মর্মাথ বুঝতে হলে তা নিয়মিত তেলওয়াত করতে হবে। কুরআন মাজীদ তেলাওয়াতের ফজিলত অসামান্য। কুরআন মাজীদের একটি আয়াতে আল্লাহ তায়ালা রাসূল সা. কে চারটি কাজের দায়িত্ব দিয়েছেন তন্মধ্যে প্রথমটি হলো কুরআন মাজীদ তেলাওয়াত করা। কুরআন মাজীদ তেলাওয়াতের ফজিলত প্রসঙ্গে রাসূল সা. বলেন: সর্বোত্তম ইবাদত হলো কুরআন তেলাওয়াত করা। অপর হাদিসে বলা হয়েছে: তোমরা কুরআন তেলাওয়াত কর,কেননা তা পরকালে তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হবে। অপর এক হাদিসে আছে- মানুষের মাঝে সবচেয়ে বড় আবেদ ঐ ব্যক্তি যে সবসময় বেশী কুরআন তেলাওয়াত করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ