তাহাজ্জুদ নামাযের জন্য আলাদা কোনো নিয়ম কানুন নেই।দুই রাকাত নফল নামায যেভাবে পড়েন,সেভাবেই পড়বেন।তবে চেষ্টা করতে হবে বড় কোনো সূরা তেলাওয়ত করার।তাহাজ্জুদ নামায দুই রাকাত থেকে আট রাকাত পর্যন্ত পড়তে পারবেন।রাতের এক তৃতীয়াংশে(রাত ২টা থেকে ৩টার পরে)পড়া উত্তম।তাহাজ্জুদ নামায পড়ে দোয়া করলে আল্লাহ সহজেই তার মনের বাসনা পূরণ করেন।