হ্যাঁ , বৈধ হবে । বিষয়টা বোঝার জন্য আপনাকে বিতর সালাত সম্পর্কে জানতে হবে ।বিতর সালাত হচ্ছে সুন্নাতে মুয়াক্কাদাহ । বিতর অর্থ বেজোড় ।রাতের সালাতকে বিজোড় করার জন্য এটি পড়া হয় । এর সময় এশার পর থেকে ফজর এর পূর্ব পর্যন্ত এবং সকল নামাযের শেষে ।তবে যদি আপনি এশার সালাতের পরই বিতর আদায় করেন এবং তারপর নফল সালাত আদায় করেন তাতে কোনো সমস্যা নেই এরকম হাদিসও আছে । বিতর সালাত ক্বাযা হয়ে গেলে সকালে অথবা যখন স্মরণ বা সুযোগ হবে তখনও আদায় করা যাবে ।