তাহাজ্জুদ সালাতের আগেরাতে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর নবী সা. তাহাজ্জুদ সালাতের আগে যে সব কাজ করতেন তা সংক্ষেপে নিম্নরূপ: ১. ঘুম থেকে জাগ্রত হওয়ার দুআ পড়তেন। ২. মিসওয়াক করতেন। ৩. ওযু করতেন ৪. সূরা আলে ইমরানের ১৯০ নং আয়াত: { ﺇِﻥَّ ﻓِﻲ ﺧَﻠْﻖِ ﺍﻟﺴَّﻤَﺎﻭَﺍﺕِ، ﻭﺍﻷَﺭْﺽِ ﻭَﺍﺧْﺘِﻼَﻑِ ﺍﻟْﻠَّﻴْﻞِ ﻭَﺍﻟﻨَّﻬَﺎﺭِ ﻵﻳَﺎﺕٍ ﻷُﻭﻟﻲ ﺍﻷﻟﺒَﺎﺏ } থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়তেন। তারপর তিনি তাহাজ্জুদ সালাতের জন্য দাঁড়াতেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ