শেয়ার করুন বন্ধুর সাথে

পানি দুষণের কারণে আমাদের পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে সবচেয়ে বেশি। পানিতে বিষাক্ত আবর্জনা ফেলার কারণে পানি মাছের বসবাসের অনুপযোগী হয়ে উঠছে। পানিবাহিত রোগের সৃষ্টি হচ্ছে, যাতে একই সাথে মানুষ ও অন্যান্য পশুপাখিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশের খাদ্যজাল এ প্রভাব পড়ছে। একটি খাদ্য-জালের উদাহরণ – জুপ্যাঙ্কটন -> ছোট মাছ -> বড় মাছ -> মানুষ। এখন কোন কারণে যদি ছোট মাছ পর্যাপ্ত খাবার না পায় তাহলে ধীরে ধীরে এদের সংখ্যা হ্রাস পাবে, ফলাফল স্বরূপ বড় মাছ ও পর্যাপ্ত খাবার পাবেনা তাই মানুষেরও খানিকটা খাদ্য ঘাটতি দেখা দিবে।ওয়ার্ল্ড ওয়াটার এসেস্মেন্ট প্রোগ্রাম এর তথ্য অনুযায়ী প্রতিদিন ২ মিলিয়ন টন বর্জ্য পানিতে ফেলছে মানূষ। প্রতিদিন প্রায় ৪,৫০০ শিশু মারা যাচ্ছে পানিবাহিত রোগাক্রান্ত হয়ে। ১.২ মিলিয়ন মানুষ আর্সেনিক এ আক্রান্ত হচ্ছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ