শেয়ার করুন বন্ধুর সাথে

প্লাস্টিক একাধারে মাটি , অনুজীব , উদ্ভিদের জন্য খুবই ক্ষতিকর।কেননা প্লাস্টিক মাটিতে সহজে পঁচে না।তাই মাটির কোন এক স্তরে আটকে থাকে।তখন মাটিতে বিভিন্ন খনিজ লবণ ও প্রয়োজনীয় অনুজীবের চলাচল হয় না।তাই মাটি অনুর্বর থাকে।মাটিতে প্লাস্টিক থাকলে মাটির রস বা আর্দতা বজায় থাকে না।তাই মাটির গুনাগুন হারিয়ে যায়।তাই প্লাস্টিক মাটির জন্য ক্ষতিকর।