শেয়ার করুন বন্ধুর সাথে

শবে বরাতের রাতে যে সকল লোকের আমল কবুল হয় নাঃ এমন লোকের সংখ্যা প্রায় এগার সেগুলি হলঃ   মুশরিক অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর সাথে যে কোন প্রকারের শিরকে লিপ্ত হয়  যে ব্যক্তি কারো প্রতি বিদ্বেষ পোষণকারী আত্মহত্যার ইচ্ছা পোষণকারী  যে ব্যক্তি অপরের ভাল দেখতে পারে না অর্থাৎ পরশ্রীকাতরতায় লিপ্ত যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, চাই তা নিকটতম আত্মীয় হোক বা দূরবর্তী আত্মীয় হোক যে ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হয়  যে ব্যক্তি মদ্যপানকারী অর্থাৎ নেশাকারী  যে ব্যক্তি গণকগিরি করে বা গণকের কাছে গমণ করে  যে ব্যক্তি জুয়া খেলে  যে ব্যক্তি মাতা-পিতার অবাধ্য হয় টাখনুর নিচে কাপড় পরিধানকারী পুরুষ ইত্যাদি ব্যক্তির দুআও তওবা না করা পর্যন্ত কবুল হয় না। তাই শবে বরাতের পূর্ণ ফযীলত ও শবে বরাতের রাতে দুআ কবুল হওয়ার জন্য উল্লেখিত কবীরা গুনাহ সমূহ থেকে খাঁটি দিলে তওবা করা উচিত। অন্যথায় সারারাত জেগে ইবাদত-বন্দেগী করেও কোন লাভের আশা করা যায় না।