শেয়ার করুন বন্ধুর সাথে

সালাতুল আওয়াবীনের নামাজের ফযিলতঃ আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি মাগরিবের সালাতের পর ছয় রাকআত নফল সালাত (নামায/নামাজ) পড়লো এবং তার মাঝখানে কোন মন্দ কথা বলেনি, তাকে বারো বছরের ইবাদাতের সম-পরিমাণ সওয়াব দান করা হলো। তাখরীজ কুতুবুত সিত্তাহ: তিরমিযী ৪৩৫, ইবনু মাজাহ ১৩৭৪।