শেয়ার করুন বন্ধুর সাথে

আয়াতুল -কুরসি অত্যন্ত বরকতময় আয়াত রাসুলুল্লাহ স. এ আয়াতকে সবচেয়ে উত্তম আয়াত বলে অভিহিত করেছেন।তিনি বলেছেন , যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করে, তার জন্য বেহেশতে প্রবেশের পথে একমাত্র মরণ ব্যতিত আর কোনো বাধা থাকে না (নাসাই)।অন্য হাদিসে তিনি বলেন , যে ব্যক্তি প্রভাতে ও শয়নকালে আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ তাকে সর্বপ্রকার বিপদাপদ থেকে রক্ষা করবেন।(তিরমিযি)