শেয়ার করুন বন্ধুর সাথে

আজ থেকে প্রায় কয়েকশ বিলিয়ন বছর পূর্বে এক অতি অতিকায় বৃহৎ বস্তু পৃথিবীপিণ্ড থেকে মহাবিশ্বের সকল পদার্থের সৃষ্টি । সৃষ্টি থেকে প্রত্যেক পদার্থই একে অপরের সাথে এক অবিচ্ছেদ্য আকর্ষণ বলে আকর্ষিত । এক পদার্থের সাথে অন্য একটি বস্তুর আকর্ষণকে মধ্যাকর্ষণ বল বলে । আর একটি বস্তুর সাথে অন্য একটা বস্তুর টান জনিত force কে মধ্যাকর্ষণ শক্তি বলে । একটি বড় বস্তুর সাথে ছোট একটা বস্তুর আকর্ষণ হয় শক্তিমুখী । অর্থ্যাৎ যার শক্তি যতটুকু সে ততটুকুই স্থির থাকার প্রাবল্যতা থাকে । আর অন্যান্যরা বড় বস্তুর সাথে যোগাযোগটা অবিচ্ছিন্ন রাখতে নির্দিষ্ট অরবিটে একটা গোলাকার কক্ষপথে নির্দিষ্ট বেগে ঘুরে চলে । পৃথিবীও তার ব্যতিক্রম নয় । সৃষ্টি থেকেই স্রষ্ট্রা মেনেই প্রতি ৩৬৫ দিনে একবার সূর্য নামের মাঝারি নক্ষত্রটিকে নির্দিষ্ট একটা বেগে ঘুরেয় চলেছে ।