শেয়ার করুন বন্ধুর সাথে

ফোটিক স্নিজ রিফ্লেক্স এক ধরনের প্রতিক্রিয়া যার, ফলে সূর্যের আলোতে হাঁচি আসে। তবে বিজ্ঞানী পুরোপুরি পরিষ্কার নন যে, সূর্যের আলো কেনো হাঁচির কারণ। তবে ধারণা করা হয়, উজ্জ্বল সূর্যের আলো নাসারন্ধ্রে সংকোচনের সৃষ্টি করে যার মাধ্যমে মস্তিষ্কে হাঁচির নির্দেশ চলে যায়।