শেয়ার করুন বন্ধুর সাথে

কারেন্ট প্রবাহিত হলে রোটরে ঘূর্ণন উৎপন্ন হয় ফলে স্টেটরে চুম্বক বলরেখা যেদিকে ঘুরে রোটনও সেদিকে ঘুরতে আরম্ভ করে।আর এ চুম্বক বলরেখা ঘুরার দ্বারা ফ্যানও ঘুরে। ইন্ডাকশন নীতির উপর ভিত্তি করে এ ফ্যান ঘুরে। আর শর্ট সার্কিট হলে ফ্যান উল্টো ঘুরে।