আমিন আস্তে বলার হাদিসও সহীহ,  জোরে বলার হাদিসও সহীহ।  আপনি যে কোন এক হাদিসের উপরে আমল করতে পারেন।  তবে যেখানে সকলে আস্তে আমিন বলে,  সেখানে আপনি আস্তে আমিন বলাটাই উত্তম।  কেননা, আপনার জোরে বলার দ্বারা অন্য মুসল্লীদের নামাজে মনো সংযোগ নষ্ট হতে পারে।