শেয়ার করুন বন্ধুর সাথে

অধিক সক্রিয় ধাতুকে উপরে এবং তা অপেক্ষা কম সক্রিয় ধাতুকে নিচে বসিয়ে একটি সিরিজ পাওয়া যায়। এ সিরিজকে ধাতুসমূহের সক্রিয়তা সিরিজ বলা হয়। অর্থাৎ ধাতু ধাতুসমূহকে তাদের সক্রিয়তা অনুসারে বসালে যে সিরিজ পাওয়া যায় তাকে সক্রিয়তা সিরিজ বলে।