শেয়ার করুন বন্ধুর সাথে

ফুসফুসে প্লুরা নামে বাইরের এবং ভিতরের একটি আবরণ আছে। এই দুই আবরণের মাঝের অঞ্চলকে বলে প্লুরাল ক্যাভিটি (গহ্বর) যার মধ্যে বায়ু বা তরল জমা হতে পারে, কিন্তু সাধারণত এটি চুপসে থাকে এবং এর মধ্যে সামান্য পরিমাণ প্লুরাল তরল থাকে। নিউমোথোরাক্স ঘটে যখন দুই প্লুরা আবরণীর মাঝের এই অংশে বায়ু প্রবেশ করে। অন্তর্নিহিত ফুসফুসের রোগের ফলস্বরূপ সেকেন্ডারি (গৌণ) নিউমোথোরাক্স সৃষ্টি হয়। প্রাইমারি (প্রাথমিক/মুখ্য) নিউমোথোরাক্স ঘটে স্বতঃস্ফূর্তভাবে, কোন রোগের উপস্থিতি ছাড়াই।