কোনো সময় ব্যবধানের তড়িচ্চালক বল সকল মানের গড়কে ঐ সময় ব্যবধানের গড় তড়িচ্চালক বল বলে। আমরা জানি, ক্ষুদ্রাতিক্ষুদ্র সময় ব্যবধানের তড়িচ্চালক বল ও সময় ব্যবধানের গুণফলের সমষ্টি নিয়ে তাকে মোট সময় ব্যবধান দিয়ে ভাগ করলে ঐ সময় ব্যবধানের গড় তড়িচ্চালক বল পাওয়া যায়। তড়িচ্চালক বল বা তড়িৎ প্রবাহের মান একটি অর্ধচক্রে পজিটিভ হলে অন্য অর্ধচক্রে নেগেটিভ হয়। এ কারণে একটি পূর্ণচক্রে গড় মান শূন্য হয়ে যায়।