একটি বস্তু কোনাে এক বিন্দু থেকে যাত্রা শুরু করে কিছুটা পথ ঘুরে ফিরে পুনরায় পূর্বের অবস্থানে ফিরে এলে বস্তুর সরণ শূন্য হয় কিন্তু অতিক্রান্ত দূরত্ব শূন্য হয় না। যেহেতু মােট সরণকে মােট সময় দ্বারা ভাগ করলে গড় বেগ এবং মােট দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে গড় দুতি পাওয়া যায়। তাই গড় বেগে শূন্য হলেও গড় দুতি শূন্য হয় না।